অনলাইন নিউজ পোর্টাল মেঘনা নিউজ টিভি ডটকমের আনুষ্ঠানিক যাত্রা শুরু
শামীম আহমেদ:
একঝাঁক তরুণ সংবাদকর্মী নিয়ে দেশের স্যাটেললাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ভৈরব প্রতিনিধি সাংবাদিক আলহাজ্ব সজীব আহমেদ এর সম্পাদনা ও প্রকাশনায় নতুন উদ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল মেঘনা নিউজ টিভি ডটকম। ৮জুলাই থেকে মেঘনা নিউজ টিভি ডটকমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উক্ত পোর্টালের বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন সম্পদনা পরিষদের চেয়ারম্যান হিসেবে ভৈরব উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব আল মামুন,প্রধান সম্পাদক হিসেবে রয়েছেন হাজী রিপন আহাম্মদ,উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছে এডভোকেট মোঃ আমিনুল ইসলাম।
এব্যাপারে মেঘনা নিউজ টিভির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আলহাজ্ব সজীব আহমেদ বলেন, সাংবাদিকরা হলো সমাজের স্বচ্ছ আয়না, দেশ ও জনগণের কল্যাণে সাংবাদিকরা তাদের লিখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরবে এবং অন্যায়-অপরাধ ও দূর্নীতির বিরুদ্ধে কথা বলবে এমন সৎ ও সাহসী সাংবাদিকই সমাজের মানুষ গুলো প্রত্যাশা করে। কিন্তু বর্তমান বাস্তবতায় সাংবাদিকদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ সমাজের মানুষের কাছে। এখন সত্য জানাও কঠিন হয়ে পড়েছে। আগের তুলনায় সংবাদপত্র ও সাংবাদিকদের সংখ্যা বেড়েছে, কিন্তু আগের তুলনায় সংবাদপত্র ও সাংবাদিকদের উপর আস্থা ও বিশ্বাস কমে গেছে মানুষের। বর্তমানে যুগে অনলাইন সংবাদ মাধ্যমেরই কদর বেশি। এখন আর আগের মত একদিন দুইদিন অপেক্ষা করতে হয়না সংবাদ জানার জন্য। হাতে একটা স্মার্টফোন থাকলেই গ্রাম কিংবা শহর নয়, পৃথিবীর যেকোন প্রান্তে বসে প্রতি মুহুর্তেই জানাযায় দেশ বিদেশের নানা সংবাদ। টিভি ও খবরের কাগজ গুলোও এখন অনলাইন নিউজ পোর্টালের নির্ভর হয়ে পড়েছে। অনলাইনের এ শক্তিশালী ভুমিকায় মেঘনা নিউজ টিভি সত্য ও বস্তুনিষ্ঠ ভাবে খবরের ভিতরের খবর গুলো খুজেঁ বের করে সমাজের বাস্তবচিত্র গুলো সংবাদ মাধ্যমে তুলে ধরে সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটনাবে এমনটাই প্রত্যাশা করছি। এসময় তিনি আরো বলেন, আমার সম্পাদনা ও প্রকাশনায় অনলাইন নিউজ পোর্টালের মেঘনা নিউজ টিভি কে বস্তনিষ্ট সংবাদ দিয়ে সহযোগীতা করার আহবান জানাচ্ছি স্থানীয় ও দেশের এবং দেশের বাহিরের সাংবাদিকদের প্রতি।