আমার অনুপস্থিতিতে আমার দুই সন্তান আপনাদের কারো কাছে আমার পরিচয় দিলে তাড়িয়ে দিবেন না দয়া করে। করোনায় আক্রান্ত পুলিশ সার্জেন্ট ইমরুল ইসলাম।
অনলাইন রিপোর্ট :
“ক্ষমা চাই মহান আল্লাহর কাছে, ক্ষমা চাই জন্মলগ্ন থেকে পরিচিত সবার কাছে। আমার অনুপস্থিতিতে আমার দুই সন্তান আপনাদের কারো কাছে আমার পরিচয় দিলে তাড়িয়ে দিবেন না দয়া করে। আল্লাহ মহান সর্বশক্তিমান। আমার শরীরটা ভালো যাচ্ছে না। আইসিইউ বেড নং ০৭, রাজারবাগ পুলিশ হাসপাতাল।”
লেখাটি পুলিশ সার্জেন্ট ইমরুল ইসলামের। জনগণের সেবা করতে করতে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। মহান সৃষ্টি কর্তার কাছে তার জন্য মন থেকে প্রার্থনা করছি। তিনি যেনো এই দুই নিষ্পাপ শিশুর মুখের দিকে তাকিয়ে ইমরুল সাহেবকে ক্ষমা করেন। সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি।