আল মামুন আলীরচর-কাপাশাটিয়া সর.প্রা. বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলীরচর-কাপাশাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছে আল মামুন শ্রাবণ।
সম্প্রতি আলীরচর-কাপাশাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান শিক্ষক নাহিদা আক্তার রুনা নির্বাচিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে আল মামুন শ্রাবনের নাম ঘোষণা করেন।
নাহিদা আক্তার রুনা সাংবাদিকদের বলেন, উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারের অনুমতিক্রমে নির্বাচিত ১১ সদস্যের মধ্যে সকল সদস্যেদের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুসারে সভাপতি হিসেবে আল মামুন শ্রাবনের নাম ঘোষণা করা হয়। তিনি জানান, আল মামুন শ্রাবনের নেতৃত্বে নব-গঠিত এই পরিচালনা পর্ষদ আগামী ৩ বছর আলীরচর-কাপাশাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পেলো ।
সভাপতি আল মামুন শ্রাবন সাংবাদিকদের বলেন, আলীরচর-কাপাশাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমাদের এ যাত্রা। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।