আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক নেতা সেলিম পারভেজের করোনা শনাক্ত সকলের নিকট দোয়া কামনা
শামীম আহমেদ :
আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা)সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নেতা আশুগঞ্জ প্রেসক্লাব এর দীর্ঘ দিনের
সফল সাবেক সভাপতি ও দৈনিক একুশে আলো পত্রিকার সম্পাদক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সেলিম পারভেজের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার পিসিআর থেকে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে তিনিসহ উপজেলার মোট ৭জনের কোভিড-১৯ পজেটিভ এসেছ।
অন্যান্য আক্রান্তরা হলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ১জন, আশুগঞ্জ বাজারের ১জন, সারকারখানার ২জন, তালশহরের ১জন ও আড়াইসিধার ১জন।
উল্লেখ্য ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ একজন সম্মুখ সারির করোনাযোদ্ধা। তিনি মহামারি করোনার দূর্যোগকালে গণসচেতনতা সৃষ্টি, ত্রাণ বিতরণ ও দাপ্তরিক কর্মকান্ডসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে গেছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তিনি সুস্থ হয়ে যেন আবারো মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারেন এজন্য সকলের দোয়া কামনা করছেন।