করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে ১দিনে আক্রান্তের রেকর্ড ২হাজার ৫২৩ জন, মৃত্যু ২৩
বিশেষ প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে এই বৈশ্বিক মহামারীতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮২ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫২৩ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৪২ হাজার ৮৪৪ জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিন উপস্থাপনকালে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও। সূত্রঃ আইইডিসিআর।