করোনা দূর্যোগে অভিযানে জেলায় প্রায় ৬৯ লাখ টাকা জরিমানা আদায়
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ও করোনা দূর্যোগে পরিস্থিতি মোকাবেলায় গত প্রায় দুই মাস ৯ দিনে ৭৯১ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৮ লক্ষ ৫২ হাজার ৭২০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।
জানা যায়, গত ২০ মার্চ থেকে শুরু করে ২৯ মে পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় হোমকোয়ারেন্টাইন নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণ ও মাস্ক ব্যবহার, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণ, সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায়,বাজার মূল্য নিয়ন্ত্রণের লক্ষে এসব অভিযান পরিচালনা করা হয়। এই সময়ে করোনা ভাইরাস বিস্তার রোধসহ বিভিন্ন অপরাধে ৬১০টি অভিযানে ৩৮১০ টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে ৬৬,৯২,৩৯০ টাকা আদায় করা হয় ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।। এছাড়াও শুধুমাত্র মাস্ক ব্যবহার না করায় ২৭ এপ্রিল থেকে ২৯ মে ২০২০ইং পর্যন্ত ১৮১ টি অভিযানে ৭২৯ টি মামলায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১,৬০,৩৩০ টাকা জরিমানা আদায় করা হয়।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, জনগণকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সদা সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন। জনস্বার্থে কিশোরগঞ্জ জেলা প্রশাসন পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।