কুলিয়ারচরে র্যাবের মাদক বিরোধী অভিযানে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২মাদক ব্যাবসায়ী আটক
মৌসুমী আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি :
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার জেলার কুলিয়ারচর থানাধীন ছয়সুতি ইউনিয়নের লনাবাইত এলাকায় ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২মাদক ব্যাবসায়ী আটক করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন লনাবাইত গ্রামের মৃত হাজী শামসুল হকের পুত্র মাদক ব্যবসায়ী মো: শিশু মিয়া (৫৮), ও নওয়াগাও গ্রামের মৃত চান মিয়ার পুত্র মোহাম্মদ আলী (৩৩)কে হাতে নাতে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে: কামান্ডার এম শোভন খান (বিএন) জানান, মো: শিশু মিয়া ও মোহাম্মদ আলী তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।