কুলিয়ারচর ফরিদপুরে পীরে কামেল কান্দুলিয়া হুজুরের ওফাত দিবস পালন স্থগিত করা হয়েছে
মৌসুমী আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতি বছরের ন্যায় আগামী ১৯, ২০ ও ২১ মে তারিখ প্রখ্যাত পীরে কামেল হযরত মাওঃ আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক রঃ কান্দুলিয়া হুজুরের ৩৭ তম ওফাত দিবস পালন উপলক্ষে তিন দিনব্যাপী মহা পবিত্র ওরস মোবারক হওয়ার কথা ছিল। সারা বিশ্বের ন্যায় দিন দিন বাংলাদেশেও প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারনে স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় আগামী ১৯, ২০ ও ২১ মে তিন দিনব্যাপী মহা পবিত্র ওরস মোবারক স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বাদ আছর উপজেলার ফরিদপুর গ্রামে প্রখ্যাত পীরে কামেল হযরত মাওঃ আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক রঃ কান্দুলিয়া হুজুরের মাজার শরীফে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন মাজার পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক তারেক আজিজ খাঁন ইকবাল। এ সময় মাজার পরিচালনা ও উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন ভূয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ আলম, মাজারের মোতাওয়াল্লী মোঃ নজরুল ইসলাম কাজী, মাজার পরিচালনা ও উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ জিল্লুর রহমান জিলন, যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ক্যাশিয়ার মোঃ শহীদুল্লাহ ভূইয়া, সদস্য আল আমিন ভূইয়া টেংকু, শহীদুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, প্রতি বছরই ১৯, ২০ ও ২১ মে এই মাজার শরীফে তিন দিনব্যাপী বাৎসরিক মহা পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়ে আসছিলো। প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে গণজমায়েত নিষিদ্ধ হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের পবিত্র মহা ওরস মোবারক স্থগিত ঘোষণা করা হয়েছে। তারা হুজুরের আশেকান ও ভক্তবৃন্দদের ওই তিন দিন মাজারে না আসার জন্য অনুরোধ করে দেশবাসীর নিকট দোয়া ও ভালোবাসা কামনা করে বলেন, সকলে ঘরে থাকুন সুস্থ থাকুন, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ্য রাখুন।