কেন্দ্রীয় সহ-সম্পাদক মানিক ভুইয়ার মাতৃবিয়োগে বিএমএসএফ’র কেন্দ্রীয় ও ভৈরব শাখার শোক প্রকাশ
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ মোঃ ছাবির উদ্দিন রাজু
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও নোয়াখালী জেলা কমিটির সাবেক সভাপতি মানিক ভুইয়ার মা তাহেরা ভুইয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দুই ছেলে ও চারকন্যাসহ নাতিনাতনী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি ও ভৈরব উপজেলা শাখার পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছাবির উদ্দিন রাজু এক শোক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। আজ এশার নামাজ শেষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম নরোত্তমপুর এলাকার ভুইয়া মঞ্জিলের সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আমিন।