ক্রাইম পেট্রোল বিডি ভৈরব জোনাল প্রতিনিধিদের মাধ্যমে স্বামী-স্ত্রীর বিরোধ নিষ্পত্তি
মোঃ সালাউদ্দিন স্টাফ রিপোর্টার:
ক্রাইম পেট্রোল বিডি বার্তা বিভাগ ইনভেস্টিগেটিভ রিপোর্টিং, বরাবর পারিবারিক/সাংসারিক বিষয়ে অভিযোগ করার পর ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন লিঃ বাংলাদেশ, ক্রাইম পেট্রোল বিডি ভৈরব জোনাল অফিসের পরিচালক সিজান আহমেদ সোহাগ অভিযোগের বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন গঠনের লক্ষ্যে গত ০৩/০১/২০২১ ইং তারিখে অভিযোগকারী সোহেল মিয়া,পিতা-মৃত নুরু মিয়া,ভৈরবপুর উত্তরপাড়া,ভৈরব পৌরসভা থানা ভৈরব,জেলা কিশোরগঞ্জ তার স্ত্রী হেনা বেগম পিতা-মৃত হাফিজ উদ্দিন সাদেকপুর ইউনিয়ন রসুলপুর গ্রামের বাসিন্দা এর বিরুদ্ধে আনীত অভিযোগে উল্লেখ করেন বিগত অনেক দিন থেকেই তার সংসারে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয় এবং গত ০৮/০১/২০২১ ইং তারিখে ক্রাইম পেট্রোল বিডি অনুসন্ধানী প্রতিনিধিদল সাদিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হেনা বেগম এর নিজ বাড়িতে সরেজমিনে পরিদর্শনে যায় সরেজমিনে গিয়ে আমরা জানতে পারি সোহেল মিয়ার সঙ্গে হেনা বেগম এর বিবাহ বন্ধন হয় গত ১৭ বছর আগে তাদের ১৭ বছরের সংসার জীবনে একটি কন্যা সন্তান রয়েছে ১৩ বছর বয়সের, একটি ছেলে সন্তান রয়েছে ৮ বছর বয়সের। ক্রাইম পেট্রোল বিডি ভৈরব জোনাল পরিচালক সিজান আহমেদ সোহাগ এর নেতৃত্বে অনুসন্ধানী রিপোর্ট সংগ্রহ করেন সহকারী পরিচালক সালাউদ্দিন, অনুসন্ধানী প্রতিনিধি অপূর্ব দেব ও টিম সহকারি আশিকুর রহমান ক্যামেরা পারসন ইব্রাহিম সরোজমিনে অপরাধ উদঘাটন করার পর ক্রাইম পেট্রোল বিডির মাধ্যমে দুটি পরিবার আজ ১০/০১/২০২১ ইং তারিখের রোজ রবিবার ক্রাইম পেট্রোল বিডি ভৈরব জোনাল অফিসে সকাল ১১ টায় একটি সম্মিলিত সালিশের মাধ্যমে দুটি পরিবারকে একত্রিত করার উদ্যোগ নেন এবং বিষয়টি নিষ্পত্তি করেন । উক্ত সালিশি সভায় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার ১ নং সাদেকপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ শাফায়েত সরকার ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব পৌর শাখার সহ-সভাপতি মোঃজালাল আহমেদ । পরিশেষে অতীত থাকা সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাফায়াত সরকার বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব পৌর শাখার সহ-সভাপতি জালাল আহমেদ, ক্রাইম পেট্রোল বিডির মাধ্যমে এই দুটি পরিবারের মনোমালিন্য নিষ্পত্তি হয়ায় আমরা ক্রাইম পেট্রোল বিডি ভৈরব জোনাল অফিসের সকল প্রতিনিধিগণ কে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের উত্তর তোর ভবিষ্যৎ কামনা করছি ভবিষ্যতে সাধারণ মানুষের পাশে এভাবে থাকবেন বলে আশা করছি।