পটুয়াখালীর লাউকাঠীতে ২১০ বস্তা মোট ৭ টন সরকারি চাল নিয়ে মাহিন্দ্রা খাদে
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী লাউকাঠী ইউনিয়ন পরিষদের ১০ টাকা কেজির ২১০ বস্তায়, মোট ৭ টন সরকারি চাল নিয়ে মাহিন্দ্রা উল্টে খাদে পরে যাওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে আজ (রবিবার ১১-অক্টোবর-২০২০ ইং) তারিখ আনুমানিক দুপুর ২:০০ ঘটিকার সময়।স্থানীয় সুত্রে জানাগেছে, দুইটি মাহিন্দ্রা পাশাপাশি ওভারটেক করার সময় এই দূর্ঘটনা ঘটে।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় চাল উদ্ধার কাজ সম্পন্ন করে।
এবিষয়ে চালের, (ডিলার ) মোঃ লিটন জানান, গাড়িতে ২১০ বস্তায় মোট ৭ টন চাল ছিলো।সব চাল পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আসংখ্যা রয়েছে।তিনি আরও বলেন, ঘটনায় গাড়ির ড্রাইভার সহ তিনজন আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লাউকাঠী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম (খোকন),তিনি বলেন, একটি মাহিন্দ্রায় মোট ২১০ বস্তা চাল ইউনিয়ন পরিষদে নিয়ে আসার পথে গাড়িটি উল্টে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।সেখানে পানি থাকায় ১৭০-১৮০ বস্তা চাল সম্পুর্ন ভিজে গেছে বলে জনান।