বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন আজ শনিবার
স্পোর্টস ডেষ্ক:
বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন আজ শনিবার (৩ অক্টোবর)। এবারের নির্বাচনে সম্মিলিত ও সমন্বয় পরিষদ এবং স্বতন্ত্র মিলিয়ে ২১ টি পদে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এবারের বাফুফে নির্বাচনে ভোটার সংখ্যা ১৩৯ জন। তাদের ভোটেই দেশের ফুটবলের নতুন অভিভাবক পাওয়া যাবে। এছাড়াও এবার ডেলিগেট সংখ্যা ১৪৮ জন।
এবারের নির্বাচনে সভাপতি পদে কাজী সালাহউদ্দিনের প্রতিপক্ষ শফিকুল ইসলাম মানিক। এ ছাড়া নির্দিষ্ট সময়ের পরে নাম প্রত্যাহার করায় ব্যালটে বাদল রায়েরও নাম আছে।
এদিকে একটি সিনিয়র সহসভাপতি পদের জন্য প্রার্থী রয়েছেন দুজন। আর চারটি সহ-সভাপতি পদের বিপরীতে লড়বেন আটজন। দিনব্যাপী নির্বাচনে স্বাস্থ্যবিধির বিষয়ে বেশ কঠোর অবস্থানে নির্বাচন কমিশন।