বাইডেন-হ্যারিসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।
বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। দেশটির প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট। দেশটির বেশির ভাগ গণমাধ্যমের খবর অনুযায়ী, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেন গতকাল শনিবার রাত দুইটা পর্যন্ত পেয়েছেন ২৭৯টি ভোট।
অন্যদিকে জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন।
নির্বাচনে জয় পাওয়ার পর গতকাল থেকে বিশ্বনেতাদের অভিনন্দন পাচ্ছেন জো বাইডেন ও কমলা হ্যারিস।