বিপুল জনপ্রিয় কলেজ শিক্ষিকা পারভীন আপার শুভ জন্মদিন
আজ জনাব পারভীন আক্তার, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের সম্মানে ভূষিত ভৈরব, রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজ এর শরীর চর্চা শিক্ষিকা হিসেবে, দীর্ঘ দুই যুগের বেশী সময় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে চাকরি করে আসছেন । পারভীন আক্তার বাংলাদেশ স্কাউটস এর উডব্যাজ প্রাপ্ত একজন দক্ষ ট্রেইনার। স্কাউট আন্দোলনে অবদান রাখার জন্য স্বীকৃতি স্বরূপ বিভিন্ন অ্যাওয়ার্ডেও ভূষিত হন । কলেজে রোভার স্কাউট ও খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক, নৈতিক, গুণাবলী সম্পন্ন অনেক শিক্ষার্থীকে উনি নানাভাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি দেশের জাতীয় পর্যায় থেকে অনেক পুরস্কার ও সনদ অর্জন করতে সক্ষম হয়েছেন।এ কারনে তিনি কলেজ পরিবারের কাছে বিপুল জনপ্রিয় একজন মানুষ । পারভীন আক্তার কলেজের দীর্ঘকাল শিক্ষকতা জীবনে ভৈরবের সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে জনকল্যাণ ও সেবামূলক কাজের মাধ্যমে অনেক শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেছেন । কাজের প্রতি যার অগাধ ভালোবাসা সৎ , নিষ্ঠাবান , ভদ্র , সাহসী , শিক্ষিত, জনপ্রিয় এই মানুষটি আচার- আচরণের মাধ্যমে মানুষের হৃদয়কে জয় করে এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন । বিবেক যার সদা জাগ্রত , স্বার্থচিন্তা যাকে আচ্ছন্ন করতে পারে না, লোভ যার কাছে পরাজিত হয়,তিনিই হলেন আমাদের প্রিয় পারভীন আপা। আজ তার শুভ জন্মদিনে অনেক অনেক শ্রদ্ধা ভালবাসা শুভেচ্ছা ও অভিনন্দন ।
লেখক —” মোঃ আলাল উদ্দিন সাংবাদিক, সমাজকর্মী ও মানবতাবাদী