বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে গণ ধর্ষণের ১ দিন পর থানায় মামলা নিলেও নাম প্রকাশে আপত্তি কুলিয়ারচর থানা পুলিশের
কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের এক বুদ্ধি প্রতিবন্ধী (২০) কে গণ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রহস্য জনক কারণে ঘটনার একদিন পর মামলা নিলেও নাম প্রকাশে আপত্তি কুলিয়ারচর থানা পুলিশের ।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় কুলিয়ারচর পৌর শহরের দোয়ারিয়া মহল্লার কুমারপাড়া শ্বশান ঘাটের এক পতিত বাড়িতে এ গণ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিতা পৌর শহরের আশ্রবপুর এলাকার এক রিক্সা চালকের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে।
অভিযোগ কারী স্বজনের সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির পেছনের শ্বশান ঘাটের পরিত্যাক্ত বাড়িতে জোর পূর্বক ৩ যুবক মিলে পালাক্রমে গণ ধর্ষণ করে ওই বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে। কিন্তু রহস্যজনক কারণে নাম প্রকাশ করছে না ধর্ষিতার স্বজনরা ।
ওই দিন রাতে থানায় অভিযোগ করতে আসলে রহস্য জনক কারণে মামলা নেয়নি কুলিয়ারচর থানা পুলিশ। পরদিন ২৯ মে সন্ধ্যায় থানায় অভিযোগ করলে আজ ৩০ মে সকালে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। যার মামলা নং- ২১।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানায়, নাম প্রকাশে আপত্তি আছে তাদের ।আর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেপ্তার করা হবে।(৩০ মে) দুপুরে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।