বেলাবোতে গাছ কাটতে গিয়ে একজনের মৃত্যু।
বেলাবো, নরসিংদী সংবাদদাতা ঃ
বেলাবো গাছ কাটার সময় মাথায় ডাল পড়ে রায়হান(২৪) নামে এক কাঠুরের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রায়হানের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার চর উজলাবো গ্রামে । পিতার নাম,জয়নাল মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়হান, মাঝেমধ্যে কাঠুরের কাজ করেন। তিনি চুক্তিতে মানুষের বাড়ির গাছ কেটে দেন। সমবার দুপুরে উপজেলার চর উজলাবো গ্রামের খোকা মিয়ার বাড়িতে একটি আম গাছের ডাল কাটছিলেন। এ সময় ডালটি তার মাথার উপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।রায়হানের স্ত্রী সহ তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।