ভৈরবের চিহ্নিত ছিনতাইকারীদের দাপট দিন দিন বেড়ে যাচ্ছে, ১জন আহত,মানবাধিকার সংস্থায় অভিযোগ
মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
গত ২ ফেব্রুয়ারি সোমবার ভৈরব রেলওয়ের স্টেশনে রেল গাড়ী থেকে নামার সাথে সাথে ভৈরবের একাদিক মামলার আসামী দুইজন ছিনতায়কারী ভৈরব নিউটাউন এলাকার ভারাটিয়া মোল্লার ছেলে সবুজ ও তার সহযোগী একই এলাকার বাসিন্দা শফর আলীর মিয়ার ভাগিনা বশির মিয়া কর্তৃক ৪০০০ টাকা ছিনতায় সহ স্টেশনে বসবাসকারী ঔষধী গাছ গাছরা বিক্রেতা আছমা বেগম কে মাথায় রক্ত জহম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ছিনিয়ে নিয়ে যায় বলে মানবাধিকার সংস্থায় অভিযোগ করেন।
এই বিষয়ে সবুজের স্ত্রীর নিকট বিচার চাইতে গেলে কোন সহযোগিতা পান নি, ছিনতায় কারী সবুজ মিয়া এই বিষয় জানতে পেড়ে ক্ষেপে উঠে আছমাকে মারতে গিয়ে যে অস্র ভেঙ্গে যায় তার ক্ষতি পুরণ বাবৎ উল্টো ১০০০ টাকা দাবী করে,স্থানীয় সূত্রে যানাযায় মাঝে মধ্যে পৌর কবরস্থানের পার্শ্বে একদল ছিনতায় কারী নিয়মিত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে,এই হল ভৈরবের ছিনতায় কারীদের ক্ষমতা,এই বিষয়ে নির্যাতিতা আছমা ও তার আত্বীয় স্বজন যথাযত প্রসাশনের হস্তক্ষেপ সুবিচার কামনা করছেন।
এই বিষয় বিস্তারিত জানার জন্য তাদের মোবাইলে বার বার চেস্টা করলেও নাম্বার ২ টি বন্ধ পাওয়া য়ায়।