ভৈরবে এঅপদ আয়োজনে এতিমদের মাঝে ঈদের নতুন পায়জামা পাঞ্জাবি বিতরণ
ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে এতিমদের মাঝে ঈদের নতুন পায়জামা পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। শহরের পঞ্চবটি গ্রামের হাজী সেন্টু মিয়া ও মো: হালিম মিয়ার আর্থিক সহযোগিতায় এতিম অসহায়ের পাশে দাঁড়াই (এঅপদ) নামের একটি মানবিক সংগঠন এই পায়জামা পাঞ্জাবি বিতরণের আয়োজন করে।
২৪জুলাই শুক্রবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ছনছাড়া এতিমখানার ৪৫জন এতিম শিশুর হাতে পায়জামা পাঞ্জাবি তুলে দেন উপস্থিত অতিথিরা। করোনাকালে ঈদের আগে এই নতুন পোষাক পেয়ে হাসি ফুটে ওঠে অসহায় এতিম শিশুদের মুখে।
এ সময় হাজী মো: সেন্টু মিয়া ও মো: হালিম মিয়া এতিম শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাবে। তোমাদের সুযোগ সুবিধা নিয়ে কখনও ভাবতে হবে না। যখন যা প্রয়োজন হবে, সেগুলি তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ।
এতিমখানার সভাপতি আতাউর রহমান, সম্পাদক জাকিয়া হোসেন, তত্ত্বাবধায়ক এরশাদ আলী ও এতিম অসহায়ের পাশে দাঁড়াই (এঅপদ)’র প্রধান উদ্যোক্তা সবুজ সারোয়ার এ সময় উপস্থিত ছিলেন।