ভৈরবে করোনাভাইরাসের প্রভাবে ৭০ দিনে পাদুকা শিল্পে ক্ষতির পরিমাণ প্রায় হাজার কোটি টাকা: সমাজ কর্মী জাকির হোসেন
শামীম আহমেদ :
কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরব এর পাদুকা শিল্প নিয়ে যা বললেন সমাজ কর্মী জাকির হোসেন তিনি বলেন, আজ সরাসরি লাইভ এ দেখলাম 71 টিভি চ্যানেলের মধ্যে ঘূর্ণিঝড় আম্পায়ার প্রভাবে লিচু বাগান মালিকদের ক্ষতি পুষিয়ে দিতে ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি অফিসার সরকারি প্রণোদনা জন্য তালিকা তৈরি করছেন। লিচু বাগানের মালিকদের দাবি ক্ষতির পরিমাণ প্রায় চারশত কোটি টাকা। ভৈরব পাদুকা কারখানা,কারিগর,পাইকারি পাদুকা ব্যবসায়ী,মেটেরিয়াল ও পাদুকার সাথে সম্পৃক্ত করোনাভাইরাস প্রভাবে প্রায় ৭০ দিনে ক্ষতির পরিমাণ প্রায় হাজার কোটি টাকার।। আমি পাদুকা কারখানা মালিক ও পাদুকার সাথে সম্পৃক্ত ছিলাম এখনো আছি তাই ভৈরবের ব্যবসায়ীদের করুণার প্রভাবে ৭০ দিনের ক্ষতির আত্মচিৎকারের আওয়াজ আমার কানে আসছে এবং আমি তা শুনতে পাচ্ছি।। আমি দেশরত্ন
মাননীয় প্রধানমন্ত্রী,শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্থানীয় এমপি মহোদয় দয়া করে পাদুকার আগামী দিনের সম্ভাবনাময় শিল্প নগরী কর্মসংস্থানের একটি বিশাল বাজার ভৈরবের ক্ষতিগ্রস্থ পাদুকার উপরোল্লিখিত সকলের জন্য তদন্ত সাপেক্ষে একটি প্রণোদনা ও সুদবিহীন ব্যাংক ঋণের ব্যবস্থা করার সবিনয় আবেদন করছি। আমরা কর্মের মধ্যে বাঁচতে চাই। আবেদন করছি পাদুকা তৈরি এবং বিক্রির সাথে সম্পৃক্ত আমি একজন সাধারণ সমাজকর্মী মোঃ জাকির হোসেন, ভৈরব।