ভৈরবে করোনায় আক্রান্ত র্যাবের স্কোয়াড কমান্ডার চন্দন নাথ ও তাঁর পরিবার
শামীম আহমেদ:
কিশোরগঞ্জ জেলার ভৈরবে অবস্থিত র্যাব-১৪_সিপিসি_৩_ভৈরব_ক্যাম্পের_স্কোয়াড_কমান্ডার সিনিয়র এডি চন্দন নাথ ও তাঁর পরিবার কোভিড ১৯ করোনায়ভাইরাসে আক্রান্ত । ওনার শরীরে জ্বর অনুভব হলে ভৈরব ট্রমা সেন্টার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। সংগ্রহকৃত নমুনার রিপোর্ট করোনায় পজেটিভ আক্রান্ত আসে। ডাক্তার পরামর্শে বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা আইসোলেশনে আছেন। করোনা’র দূর্যোগ শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষদের সচেতন করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে আজ তিনিসহ তার পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশ বাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। পাশাপাশি নিজের পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়ে এবং সকলের জন্য দোয়া করেছেন। উনি দ্রুত সুস্থ হয়ে ভৈরবসহ তার নিজ কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করতে মানুষের সেবায় ফিরতে পারেন।