ভৈরবে ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংয়ে অতিষ্ট জনগণ বিদ্যুৎ অফিস ঘেরাও
রাফিজুল হাসান সানজিবঃ
ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংয়ে অতিষ্ট জনগণ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে আজ ১২মে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব বিদ্যুৎ অফিস ঘেরাও করে । এ সময় বিক্ষুদ্ধ জনতা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ও ঘন ঘন লোড শেডিংয়ের প্রতিবাদে ঘন্টাব্যাপী বিদ্যুৎ অফিস ঘেরাও করে আবাসিক নির্বাহী প্রকৌশলীসহ সকল কর্মকর্তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবী জানান । তা নাহলে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দেন । বিক্ষুদ্ধ জনতারা জানান.গত কয়েক মাস দরে ভৈরবে ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংয়ে ফ্রিজ,টিভি,কম্পিউটার,এসিসহ বৈদ্যুতিক সরজ্ঞামাদি নষ্ট হচ্ছে । এছাড়াও পবিত্র মাহে রমজানে সেহরী,ইফতার ও নামাজের সময় প্রতিদিন ৫ মিনিট পর পর বিদ্যুৎ চলে যায় । এভাবে দিনে অন্তত প্রতিদিন কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকেনা ।
ভৈরব পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ জানান, ভৈরবের নির্বাহী প্রকৌশলী জামাত-শিবিরের লোক । তিনি জামাত-বিএনপির চক্রান্তে বিদ্যুৎ নিয়ে ভেলকিবাজি করে সরকারের ও আমাদের এমপি নাজমুল হাসান পাপনের সুনাম ক্ষুন্ন করছে । তাই আগামী ২৪ ঘন্টার ভিতর তাকে দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে যেতে বলা হয়েছে ।এ সময় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু সহ সভাপতি জাকির হোসেন কাজল সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।