ভৈরবে টিভি চুরিকে কেন্দ্র করে চোরের অস্ত্রের আঘাতে ডালিম নামে এক যুবককে রক্তাক্ত জখম
স্টাফ রিপোটার :
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর নিউ টাউন এলাকার আসাদ মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী সুমন এর বিরুদ্ধে টিভি চুরির মামলা দায়ের করায় মামলার স্বাক্ষী নিউ টাউন এলাকার অটো গ্যারেজ ব্যবসায়ী মোঃ ডালিম মিয়ার বাম হাতে চুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
উক্ত ঘটনায় স্থানীয়রা আহত ডালিম মিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এব্যাপারে ডালিম মিয়া বলেন, সুমন মাদকের টাকা সংগ্রহ করতে আমার প্রতিবেশীর বাসা থেকে টিভি চুরি করে নিয়ে যায় এ ঘটনায় ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হলে উক্ত মামলার স্বাক্ষী হওয়ায় আমাকে কমলপুর নিউ টাউন এলাকার আসাদ মিয়ার পুত্র চিহিৃত মাদক ব্যবসায়ী সুমন আজ সন্ধ্যায় আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে দেশীয় চোরা দিয়ে আমার বাম হাতে আঘাত করে। উক্ত ঘটনায় আমি বাদী হয়ে ভৈরব থানা একটি মামলা দায়ের করবো। তাছাড়া চিহিৃত মাদক ব্যবসায়ী সুমনকে দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।