ভৈরবে নৌ-পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শামীম আহমেদ:
কিশোরগঞ্জের ভৈরবে ভারতীয় নিষিদ্ধ ৩০ বোতল ফেনসিডিলসহ আবুল কাসেম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভৈরব নৌ -থানা পুলিশ।
মাদক ব্যবসায়ী ধৃত আবুল কাসেম ভৈরব পৌর এলাকার ভৈরবপুর উত্তরপাড়া মৃত আঃ মোন্নাফ ওরফে মনু মিয়ার পুত্র। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে নৌ পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২ টায় ভৈরবে নৌ-পুলিশ ইউনিটের গোপন সংবাদের ভিত্তিতে নৌ থানার উপ-পরিদর্শক রাসেল অভিযানে পুরাতন ফেরিঘাটের নৌকাঘাট এলাকা থেকে তাকে আটক করে।
ভৈরব নৌ থানার সিনিয়র উপ-পরিদর্শক রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পুরাতন ফেরিঘাট এলাকার নৌকাঘাট এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আবুল কাসেম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত আবুল কাসেম বিরুদ্ধে ভৈরব নৌ-থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে তাকে ভৈরব মেঘনা ত্রি-সেতু এলাকার নৌকা ঘাট থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, আসামীকে আটকের পর এই হুজুর লেবাসধারী মাদক ব্যবসায়ী মো.আবুল কাশেম এর কাছ থেকে জানতে পারে সে আসলে হুজুর নয়, অভিনব কায়দায় দীর্ঘদিনের এই মাদক ব্যবসার সাথেই জড়িত তিনি। তবে প্রথমে তাকে দেখে মনে হয়েছিল সে পরিবারের জন্য দৈনন্দিন কাঁচাবাজার ক্রয় করে বাড়িতে ফিরছেন।