ভৈরবে পুলিশের হাতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শামীম আহমেদ:
ভৈরবে ২৫০ বোতল ফেনসিডিলসহ মওদুদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। মওদুদ নরসিংদীর মাধবদী থানাধিন কান্দাপাড়া গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে। গতকাল দুপুরে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, মওদুদ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় থেকে মটরসাইকেলে করে দুটি ব্যাগে ফেনসিডিল নিয়ে নরসিংদী যাচ্ছিল। ভৈরব দুর্জয় মোড়ে পৌঁছলে পুলিশ তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। জব্দ করে মাদক পাচারে ব্যবহার করা তার মোটরসাইকেলটি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে মওদুদ নামে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে ভৈরব থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।