ভৈরবে বস্তা ভর্তি ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী রিপন কে স্থানীয় জনতা আটক করে ভৈরব থানা পুলিশে সোপর্দ
শামীম আহমেদ,সম্পাদক :
আজ ১৬ নভেম্বর বিকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর এলাকার পলতাকান্দা মেঘনা নদীরপাড় থেকে বস্তা ভর্তি ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী রিপন কে স্থানীয় জনতা আটক করে ভৈরব থানা পুলিশে সোপর্দ করেন।
এসময় আরেক মাদক ব্যবসায়ী বস্তা ভর্তি ফেনসিডিল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয় কাউন্সিলর ও জনতার উপস্থিতিতে জব্দকৃত বস্তার ভিতর থেকে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী শহরের আমলাপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা জজ মিয়ার পুত্র।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মোঃ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধ মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতের বিরুদ্ধে এর আগেও থানায় আরো মাদকের মামলা রয়েছে বলে তিনি জানান।