ভৈরবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে আরফা ফুড প্রডাক্টের ৬ লাখ টাকার ক্ষতি
শামীম আহমেদ:
শুক্রবার (৬ নভেম্বর) আনুমানিক ভোর রাত ৩টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর শহরের কমলপুর নিউট টাউন এলাকার আরফা ফুড প্রডাক্ট ফেক্টরীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনতা ও ফেক্টরীর লোকজন অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে এবং ফায়ার সার্ভিস ভৈরব বাজারের ১টিম অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আন্তে সক্ষম হয়।
এব্যাপারে আরফা ফুড প্রডাক্টের সত্বাধিকারী মাহবুবা ইসলাম বলেন, শুক্রবার ভোর রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে আমার ফেক্টরীর মিশিনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আমাদের ডাকচিৎকারে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস এর কর্মীদের প্রাণপ্রণ চেষ্টায় আমার ফেক্টরীর আগুন নিয়ন্ত্রণে আন্তে সক্ষম হয়। উক্ত অগ্নিকান্ডে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ইনচার্জ মোঃ মুছা ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সহযোগীতায় ও আমাদের একটি টিম আগুন নিয়ন্ত্রনে আন্তে সক্ষম হয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আন্তে ভৈরব থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স
নিয়ে ঘটনালে যান।