ভৈরবে মেঘনা নদী থেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
শমীম আহমেদ:
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-থানা পুলিশ । পরে জব্দকৃত জালগুলো আগুণে পুড়িয়ে ফেলা হয় । নৌ-থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে থানার এস.আই মোঃ রাসেল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়েমেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধ দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে নৌ- থানা পুলিশ।
নৌ-থানা পুলিশ জানায়, নদীতে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে এক শ্রেণীর অসাধু জেলে এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নৌ- থানা পুলিশ।
পরে পুরাতন ফেরীঘাট এলাকায় উপস্থিত জনতার সামনে জাল গুলো পুড়িয়ে ধব্বংস করা হয় । এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, নৌ-থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার
এ বিষয়ে ভৈরব নৌ-থানার এস.আই মোঃ রাসেল আহমেদ বলেন, নদীতে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে এক শ্রেণীর অসাধু জেলে এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় । পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধব্বংস করা হয় । আমাদের অভিযান অব্যাহত থাকবে ।