ভৈরবে রক্তসৈনিক ফাউন্ডেশন এর উদ্যোগে দ্বরোত্ব বজায় রেখে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল
মাসুম খান :
গতকাল ২১মে বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় রক্ত সৈনিক ফাউন্ডেশ ভৈরব এর উদ্যোগে কোভিট-১৯ বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষাপাবার জন্য বিশেষ দোয়া ও রক্ত সৈনিকদের বিভিন্ন সংগঠনের রক্তসৈনিক ও পথচারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রক্ত সৈনিক ফাউন্ডেশন ভৈরব এর প্রতিষ্ঠাতা সভাপতি রক্ত সৈনিক শামসুল হক বাদল। এসময় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ সালমান মোক্তাদির। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্থিব অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাট্য পরিচালক পার্থিব মামুন, অনলাইন নিউজ পোর্টাল sanews24bd.com প্রকাশক ও সম্পাদক এবং সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ, পার্থিব অভিনয় শিল্পী সংঘের সিনিয়র সহ-সভাপতি অভিনেতা মাসুম খান, সহ-সভাপতি অভিনেতা বাউল শিল্পী আব্দুল মজিদ, রক্ত সৈনিক কাইসার হৃদয়,নাজমুল হুদা,হালিমা তুজ সিগ্দা,লাকি আক্তার, কমলপুর পশ্চিম পাড়া বহুমূখী সমবায় সমিতির সহ-সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক অহিদুর রহমান মুরাদ,সাংগঠনিক সম্পাদক তাবারক হোসেন, অনলাইন নিউজ পোর্টাল sanews24bd.com ব্যাবস্থাপনা সম্পাদক মাসুদ আলম সুমন, পার্থিব অভিনয় শিল্পী সংঘের অন্যথম সদস্য অভিনেতা আলমগীর জালালী প্রমূখ।