ভৈরবে সৌহরাব হত্যা মামলার অজ্ঞাত আসামী রুহুল আমিন গ্রেফতার
শামীম আহমেদ:
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কালিপুর এলাকার সৌহরাব হত্যা মামলার অজ্ঞাত আসামী কালিপুর উত্তরপাড়া মৃত শমশের আলীর পুত্র রুহুল আমিন (৩৮) কে গোপন সংবাদের ভিত্তিত্বে সৌহরাব হত্যা মামলার হুকুমের আসামী মোঃ শামীম এর ছোট ভাই মামলার অজ্ঞাত আসামী রুহুল আমিন কে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার থেকে বাদীর মোঃ কাজল মিয়ার বড় ভাই জামাল মিয়া আটক করে ভৈরব থানা পুলিশ কে খবর দিলে ভৈরব থানার ওসি তদন্ত আলী মোহাম্মদ রাশেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করে।
এব্যাপারে মামলার বাদী কাজল মিয়া বলেন, আজ থেকে ১০/১২দিন পূর্বে পিরিজপুর বাসস্টেন্ড এলাকায় প্রকাশ্যে গ্রেফতারকৃত রুহুল আমিন হুমকি দেন আমার বড় ভাই জামালকে যে তোরা আমার ৩ভাই সেলিম,শামীম,মঞ্জুকে তোর ছোট ভাই সৌহরাব হত্যা মামলার আসামী দিয়েছিস তোদেরকেও আমার দেখার আছে,তোদের অবস্থাও সৌহরাব এর মত হবে । তাই উক্ত বিষয়ে আমরা নিরাপত্তাহিনতায় ভোগছি। তাই গতকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে আমার বড় ভাই জামাল লোকজন নিয়ে পিরিজপুরে আটক করে পুলিশ কে খবর দিলে পুলিশ রুহুল আমিন কে গ্রেফতার করে।পরের দিন রুহুল আমিনকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।