ভৈরবে সড়ক দুর্ঘটনায় নাট্য নির্মাতা পার্থিব মামুন সহ আহত ৩
শামীম আহমেদ:
কিশোরগঞ্জের ভৈরবে আজ বুধবার ৫ আগস্ট বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা চত্ত্বর সংলগ্ন নিউ টাউন রোডে মনো ব্যাপারীর বাড়ির সামনে ২টি মটর সাইকেল মুখোমুখী সংঘর্ষ হয় । এসময় মটর সাইকেলে অবস্থানরত নাট্য নির্মাতা পার্থিব মামুন ও মটর সাইকেল চালক অভিনেতা জাহাঙ্গীর ও বট্টু গুরুতর আহত হয়।পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় ।
এব্যাপারে নাট্য নির্মাতা পার্থিব মামুন বলেন, আলহামদুলিল্লাহ বড় ধরনের বিপদের হাত থেকে আল্লাহ তায়ালা রক্ষা করেছে তাছাড়া তিনি আরো বলেন, জরুরী কাজে আমরা ভৈরব বাজারের যাওয়ার প্রাক্কালে মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন নিউ টাউন রোডে মটর সাইকেল এর মুখোমুখী সংঘর্ষে আমি সহ আমার দুই অভিনেতা গুরুতর আহত হয়। বর্তমানে আমার অবস্থা ভালোর দিকে এবং বাকী দুই জন অভিনেতা বট্টু ও জাহাঙ্গীর কে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছি।শরীরের কিছু অংশে ব্যাথা পেয়েছি। এই নিয়ে জীবনে দ্বিতীয় বার মোটর সাইকেল এক্সিডেন্ট করলাম।
মহান আল্লাহর নিকট কোটি শুকরিয়া আল্লাহ আমাদের রক্ষা করেছে। সকলের নিকট আমাদের জন্য দোয়া প্রার্থনা করছি।