ভৈরবে ১৮৭ বোতল ফেনসিডিলসহ আরমান নামে এক যুবক আটক
শামীম আহমেদ:
ভৈরব পৌর এলাকার কালীপুরের বাদশাবিল এলাকা থেকে ১৮৭ বোতল ফেনসিডিলসহ আরমান (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র্যাব-১৪, ভৈররব ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার দিনগত রাত সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়। আরমান ওই এলাকার মুরশিদ মিয়ার ছেলে।
র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরমানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বসতঘর তল্লাশি করে ১৮৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আজ ১২ সেপ্টেম্বর শনিবার র্যাব বাদী তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর ভৈরব থানায় সোপর্দ করা হয় বলেও জানান তিনি।