ভৈরব আঞ্চলিক শাখার আয়োজনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ সালাউদ্দিন, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC’র ৩৪ তম প্রতিষ্ঠাবর্ষিকী ও প্রতিষ্ঠাতার ৬৩ তম জন্ম বার্ষিকী পালন করা হয়। ২৪ জন বিশিষ্ট ভৈরব আঞ্চলিক শাখা অফিসে যথাযথ মর্যাদায় এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোঃ সিজান আহমেদ সোহাগ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশনের মানবাধিকারকর্মী গন বিভিন্ন মানবাধিকার বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অনলাইন পত্রিকা এস এ নিউজ টুয়েন্টিফোর বিডি ডট কম এর সম্পাদক ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শামীম আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি, মোঃ ইমাম উদ্দিন, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন,সহ-সাধারণ সম্পাদক মোঃ আফজাল মিয়া সহ সাধারণ সম্পাদক,নয়ন মিয়া,অর্থ সম্পাদক কাউসার আহমেদ,সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ সাকির, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোশারফ হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক জোসনা আক্তার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ অপূর্ব দেব আন্তর্জাতিক সম্পাদক, মারুফ হোসেন রোপল দপ্তর সম্পাদক,সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান ,সহ সাংস্কৃতিক সম্পাদক রাহাত মিয়া, নির্বাহী সদস্য ইব্রাহিম মিয়া, নির্বাহী সদস্য জালাল মিয়া, নির্বাহী সদস্য রাজু আবু রায়হান নির্বাহী সদস্য আবু সুফিয়ান নির্বাহী সদস্য নির্বাহী সদস্য। এসময় মানবাধিকারকর্মী গন তাদের বক্তব্যে সমাজের অসহায় নিরীহ নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল মানবাধিকারকর্মী ও সমাজের সচেতন মানুষের প্রতি আহবান জানান।