ভৈরব থেকে শুশুরবাড়ীতে বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পরে মটর সাইকেল হারালেন সাংবাদিক ওয়াসিম এর ছোট ভাই
শামীম আহমেদ:
কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর শহরের কমলপুর মধ্যপাড়া এলাকার সাংবাদিক এম আর ওয়াসিম এর ছোট ভাই কমলপুর পশ্চিম পাড়া বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মুরাদ ২৪ অক্টোবর শনিবার রাত ১০টা ০৫ মিনিটে শুশুর বাড়িতে বেড়াতে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কুকুরমারা এলাকা খাঁজা গরীবে নেওয়াজ পাম্প এর ১০০ গজ উধুরে ২টি মটর সাইকেল যোগে ৬জন ছিনতাইকারীর সদস্যরা দেশীয় অস্ত্র ও পিস্তল মুখে টাক করে সুজুকি জিকসার মোটরসাইকেলটি ছিনতাই করে ঢাকার দিকে নিয়ে যায়।

এব্যাপারে ভৈরব থানা ও হাইওয়ে থানা এবং বেলাব ও রায়পুরা থানাসহ বিভিন্ন পুলিশ কে অবগত করা হয়।
মোটর সাইকেলটি উদ্ধারের ব্যবস্থা করতে আইন শৃংখলা বাহিনীসহ সর্ব স্থরের মানুষের সর্বত্মাক সহযোগিতা কামনা করেছন ভুক্তভোগী মুরাদ।
