ভৈরব পৌরসভার সাবেক কমিশনার ফালু মিয়ার মৃত্যুতে সর্ব মহলে শোকের ছায়া
শামীম আহমেদ:
ভৈরবের বিশিষ্ট সমাজসেবক, স্বনামধন্য ন্যায় বিচারক, ভৈরব পৌরসভার চার বারের সাবেক কমিশনার, ভৈরবের ধর্মীয় শিক্ষার অন্যতম পথিকৃৎ, ভৈরবের মুরব্বি, সকলের প্রিয় মানুষ, ঘোড়াকান্দা নিবাসী মরহুম হাজী আপ্তাব উদ্দিনের দ্বিতীয় ছেলে ও ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান এর পিতা আলহাজ্ব ফায়েজ উদ্দিন আহম্মেদ (ফালু কমিশনার)- ১ জুলাই বুধবার রাত আনুমানিক ১১ঃ৩০ মিঃ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য সবার কাছে দোয়া চাই তার পরিবার।