ভৈরব সাহিত্যের জয়োগান পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ঃ
গতকাল ১০ ই ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা ৭টায় ভৈরব মুক্তিযোদ্ধা যুব কমান্ড কার্যালয়ে ঘরোয়া পরিবেশে সম্পন্ন অরাজনৈতিক মূলক সংগঠন “সাহিত্যের চেতনায় আমাদের কলম চলবে…” এ স্লোগান -কে সামনে রেখে ভৈরব সাহিত্যের জয়োগান পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হলেন, ইত্যাদি খ্যাত যৌতুক বিরুধী সমাজ কর্মী জুম্মা খান নিয়াজী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনলাইন নিউজ পোর্টাল SAnews24bd.com এর সম্পাদক ও প্রকাশক এবং সপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ,
সদস্য সচিব হলেন তরুণ লেখক ও সাংবাদিক সোহানুর রহমান(সোহান) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ, ১.যুগ্ম সম্পাদক, সাহিত্যে প্রেমী মো.জামাল উদ্দীন, ২.যুগ্ম সম্পাদক ২. মোঃ জাহাঙ্গীর আলম ৩.যুগ্ম সম্পাদক রক্ত সৈনিক ও কবি নাজমুল হক, আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আশরাফুল হক নাদিম, তানবির আহমেদ শুভ, ইঞ্জিনিয়ার অভি আহমেদ,আল -তামান্না, রাকিব মিয়া। ১১সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির মাধ্যমে হাজারো জ্ঞাণী -গুণীর প্রিয় জন্মভূমি ভৈরবে বুকে একটি নতুন সাহিত্য সংগঠন সৃষ্টি হতে যাচ্ছে এবং আগামী ১৫ দিনের মধ্যে এ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হবে বলে জানান, সাহিত্যে প্রেমী বক্তারা।