মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে সারাদেশের ন্যায় ভৈরবেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
শামীম আহমেদ :
আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ, ভৈরব শাখা ওইসব কর্মসূচীর আয়োজন করে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় সিলেট বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দুর্জয়মোড়ে গিয়ে শেষ হয়।
পরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ রেজভী আল কাদেরীর সভাপতিত্বে ও হাকীম মোহাম্মদ দ্বীন ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, পীরে তরিকত খন্দকার শাহ মোঃ দ্বীন ইসলাম, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান নিজামী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, হাজী রুবেল হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা আলাউদ্দিন জিহাদীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্তভাবে তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।