হাঁসকে খাবার খাওয়াতে নিতে গিয়ে পাকুন্দিয়ায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্র নিহত
পাকুন্দিয়া প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পালিত হাঁসকে খাবার খাওয়াতে নিতে গিয়ে বজ্রপাতে রাজু (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আজ ১১জুলাই শনিবার সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজু ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে । সে স্থানীয় সালুয়াদী হামিদিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, শনিবার সকালে বাড়ির পাশের একটি জমিতে হাঁসকে খাবার খাওয়াতে নিয়ে যায় রাজু। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মাটিতে ঢলে পড়ে সে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় লোকজন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।