মধ্যপ্রাচ্য ও ইউরোপে রবিবার ঈদ-ঊল ফিতর
অনলাইন নিউজ ডেক্স: সৌদি আবরে ২২মে শুক্রবার কোথাও চাঁদ দেখা যায়নি,তাই শনিবার দেশটিতে ঈদ উদযাপন হচ্ছে না।পবিত্র ঈদু-উল-ফিতর রবিবা’র অনুষ্ঠিত হবে। দেশটির কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এ বছর রোজা ৩০ দিন অনুষ্ঠিত হবে।সে অনুযায়ী দেশটিতে ২৪ মে পবিত্র ঈদ পালন করা হবে। খবর- আরব নিউজ।
সৌদির রাষ্ট্রীয় আ’দালতের চাঁদ দেখা কমিটি জানিয়ে’ছে, দেশটিতে রোববার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।তবে দেশটির মসজিদগুলোতে এবার ঈদ-উল-ফিতরে’র জামাত অনুষ্ঠিত হচ্ছে না। করোনাভাইরা’সের বিস্তার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে’ছে বলে শুক্রবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় আ’দাল’ত চাঁদ দেখা’র ওপর ভিত্তি করে ঈদের খব’র নিশ্চিত করে। শুক্রবা’র সৌদি আরবে’র একটি উচ্চ পর্যায়ে’র চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আ’দালত রোববার ঈদ উদযাপনে’র ঘোষ’ণা দেন ব’লে জানা গেছে। সৌদি আরবে’র এ কমিটির সিদ্ধান্ত পাল’ন করে মধ্যপ্রাচ্যে’র দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযু’ক্ত আর’ব আমিরাত ও ওমান।